১।
ভরা চন্দ্রিমা
বান হানে পলিজে
জীবিকা বন্ধ ,    
নীরবে জীব কাঁদে  
কত্তা বকে ভিন্ন ।  
.২।
উধাও হচ্ছে
শস্য তেল ও জল,  
ত্রাসে জনতা;
নেতা দৌড়ে সুইসে
প্রশ্ন তোলে কাজি ।


(জাপানি তনকা ধারা অবলম্বনে রচিত )


মিরপুর, ঢাকা । ১৮.০৮.২২।