ভাষা ইয়ামানা যেন গুম হলো চিলি থেকে  
পাবলো নেরুদা নজর দেয়নি তার দিকে যেমন দেয়নি
ইয়াগান গোষ্ঠী, ভাষার চেয়েও ভোগের সুরে ভাসে মানু ;  
প্রতিনিয়ত হারায় কৃষ ভাষা দাপটিদের তান্ডবে  
ভীষণ ভাষারা তাড়িয়ে বেড়ায় নাচোল থেকে চিলি ,  
বিল কুমারির মতো স্নিগ্ধ ছিল হারিয়ে যাওয়া ভাষারা
ইয়ামানা রঙে গাইত ক্রিস্টিনা শেষ গান ক্ষণশেষে  
যেমন গাইছে তামাটে মংগু এখন লক্ষ্মীকোল তীরে,    
শতক বছর জীবন-তাল বাজায় তালের মধুতে লোয়া নদী ধরে    
মরে যায় ইয়ামানা নিয়ে নিলয়ে ক্রিস্টিনা ।


ক্রিস্টিনা বুনতো পশমি চাদর গাইতে গাইতে ইয়ামানা গান
নিশি বক বলে ইয়ামানা শব্দগুলি ছিল রত্নসম ডুবে গেল অযত্নে প্রশান্ত সায়রে,      
ক্রিস্টিনা আর ইয়ামানা একসাথে দেহ ত্যাগে উঠে যায় ইতিহাসে      
যেন যৌথ মরণ ভাষাতে-মানুষে, ইউনেস্কো খুঁজে অসময়ে ।


২১.০২.২০২২