নিস্তব্ধ রাত!
মানব জাতি এখন
পাড়ি জমিয়েছে ঘুমের ঘোরে
ধারাবাহিক নিয়মেই ডাকছে ঝিঁঝি পোঁকা
আর মাঝে মধ্যে বিরহী পাখির
দুঃখ বিলাসী ডাক শোনা যায় ।


মাঝ রাতে তার ডাক শুনে আমারও
ঘুম ভেঙ্গে যায়,
নিশ্চুপ! উঠে বসি বিচানায়,


বাতায়ন খুলতেই মৃদু বাতাস
প্রবেশ করে বাতায়ন ভেদ করে,
কপোল ঢাকা কেশগুলো সরে যায়
মৃদু বাতাসের আগমনে ।


নয়ন মেলে দেখি আকাশ পানে
একী! বৃস্তিন্য আকাশ যেন
শুধুই চাঁদের রাজত্বে । আর
তার প্রজা হয়ে দাঁড়িয়ে আছে
অজস্র তারার মেলা
যেন তারা চাঁদকেই দিচ্ছে পাহারা ।


নিশি রাতের আকাশে  আজ তারার প্লাবণ
গগন রাজ্যে বিরহ নিয়ে যায়
জাম কালো মেঘের দল,
অভিযোগ না দিয়েই
অভিমানী মন নিয়ে
চলে যায় দূর বহু দূরে, কারণ!
আকাশে আজ তারার প্লাবণ ।
                        (১৫/০৬/২০০৮)