গ্রীষ্মের দারুণ খরায় শুকিয়েছে গলা,
বর্ষার জল পানে তব মিঠিয়েছি জালা।
শরতের কাশ ফুলে গেঁথেছি মালা,
হেমন্তের পাঁকা ধানে ভরেছে ঘোলা।
শীতের সকালে নানান পিঠায় ভরে যায় থালা,
বসন্তের আগমনে গান গায় সব কোকিল-কোকিলা।