প্রকৃতিতে বসন্ত আসে, ফুল ফোটে
গন্ধে আকুল হয়ে ভ্রমর আসে
ঘাস ফড়িং আর প্রজাপতির মেলা বসে
সব কানন গেঁসে
প্রকৃতি সাজে এক অপরূপে।
তাই দেখে এই মন ভাবে
কবে ফুটবে ফুল
এই মনের বাগানে।
বছর শেষে বছর আসে
ডায়েরী আসে,
আসে রঙ্গীন পাতার পুঞ্জিকা।
আসেনা মনের মানুষ
আবেগী মনটা তাই আজো অপূর্ণ।
আসেতো কত কিছুই
হাঁসি-কান্না, দুঃখ-বেদনা,
সুখ আসে, আসে আশা জাগানিয়া
মিছে অনুপ্রেরণা।
আসেতো কত কিছুই
আসেনা মনের মানুষ
তাইতো হৃদয়ে এমন শূন্যতা,
বছরের পর বছরে যুগ হয়ে যায়
ভাবি তাই আর কত কাল রব
একা শুধুই একা।