এসো স্বপ্ন শ্রাবণ
দেব মাথায় ছাতা
পায়ে লাগে কাঁদা
তবুও দেবনা বাঁধা
কারণ!
তুমি যে হৃদয়ের প্লাবণ ।
এসো স্বপ্ন শ্রাবণ
আনো ঝড় প্লাবণ
বন্যার ধরন,
ভিটে মাটি ছাড়ন
তবুও করবোনা বারণ
কারণ!
তুমি যে হৃদয়ের প্লাবণ ।
এসো স্বপ্ন শ্রাবণ
উজাড় করে বৃক্ষ বন
সহস্র প্রাণের সঙ্গোপন
ভঙ্গ কর এক ক্ষন,
তবুও এসো;
কারণ!
তুমি যে হৃদয়ের প্লাবণ ।
এসো স্বপ্ন শ্রাবণ
আমার এই মন
পাথরের মতন
কণা কণা করে দাও
শাহারাহ যেমন,
নিঃস্ব করে যাও এই মন
নিমিষেই হরণ
তবুও তোমাকে
করবোনা বারণ,
কারণ!
তোমাকেই আমার
খুব প্রয়োজন,
এসো স্বপ্ন শ্রাবণ
কারণ!
তুমি যে হৃদয়ের প্লাবণ ।
                                  (২৭/০৫/২০০৯)