ফুল ছিঁড়ে গাছ গুলোকে করোনা কেউ অসহায়
দিন শেষে নিজেই সে ঝরে যাবে সৌরভ বিলায়।
ফুল তো জানে সবাই হাতে নয়, বাগানেই মানায়
মালা গেঁথে কি লাভ বল তারে, জড়িয়ে খোঁপায়।
ভালোবাসা দিবস! সেতো মনের চেতনায়
ফুল দিলেই বুঝি সেথায়; ভালোবাসা প্রকাশ পায়।
দু'হাতে ছিঁড়িয়া ফুল শূন্য করিয়া কানন
প্রিয়ারে দিয়াছ আনিয়া; পাবে বলে তার মন।
নিঃশেষ করিয়া প্রকৃতি; সেকি নয় বড্ড বেমানান।
শুধরে নাওগো ভুল, ছিঁড়িওনা ফুল
ফুল নয় ফুলের বৃক্ষ দাও উপহার
সেথায় পাবে প্রকাশ অপার মহিমার।