তুমি মিছে এক অভিমানে
বেধেঁছ তোমার মন,
সত্যি বলছি তোমায় আমি
এড়িয়ে চলিনি তখন!
যেথায় চলছিল
বিবাহের আয়োজন,
তোমায় রাগানো সেথায়
আমার কি প্রয়োজন।
তুমি অযথাই আছ রেগে
আজো আমার প্রতি
আমিতো করিনি তব
তোমার মানের ক্ষতি?
হয়তো হয়েছিলো কিছু
ভুল বোঝাবুঝি,
ক্ষমার দৃষ্টিতে দেখলে তাহা
কি আর এমন হয় শুনি?
কত মানুষ কয় কথা
বিবাহের আসরে মিষ্টি সুরে,
আমি না হয় বললাম একটু
কাঁচা লংকা খেয়ে।
শুনে তাই সেই থেকে
আছ তুমি রেগে!!!
সময় হলেই চিনবে তুমি
মিষ্টি ভাষার মানুষকে।
ঝাল কখনো হয়না ভেজাল
যেই ঝাল সেই ঝাল-ই থাকে,
মিষ্ট অতি মিষ্টি হলে
বুঝবে; গলা জ্বলা কাকে বলে?