একাত্তরে অস্ত্র নিয়ে, গোলাবারুদ বোমা দিয়ে
দেশ করেছে স্বাধীন যারা
তাদের আমরা বলি সবাই তারাই মুক্তিযোদ্ধা ।
একাত্তরে রক্ত দিয়ে মান বাঁচিয়ে প্রাণ হারাল যারা
দেশ বাঁচিয়ে প্রাণ হারিয়ে শহীদ হল তারা
তাদের নিয়ে আমারা সবাই গর্বে আত্মহারা ।
আরো অনেক যোদ্ধা আছে তোমাদের অজানা
তাদের কিছু কৃত্তি আছে তা তোমাদের না জানা,
নায়ের মাঝি পার করে দেয় মুক্তিসেনা কূলে
পাক হানাদের দেয় ডুবিয়ে গঙ্গা নদীর জলে
অবশেষে ভেসে ভেসে ফিরে আসে; মাঝির দেহ কূলে ।
যুগ বয়সের ছোট্ট ছেলে, সেতো থাকবে মায়ের কোলে
ভিন্নটা সে করে গেল পাক হানাদের দলে,
পাক হানারা মজে গেল ছোট্ট ছেলের ছলে
পাঞ্জাবের ক্যাম্প উড়িয়ে দিল টাইম বোমের জোরে
জান বাঁচাতে গেলো দৌড়ে এক পা যায় পড়ে
৩৭টি বছর সে এখনও খোয়ে খোয়ে চলে ।
তোমরা কি আজ তাদের কভু শহীদ গাজী বলবে না?
অস্ত্র ছাড়া যুদ্ধ করলে সে কি যোদ্ধা হবেনা???
তাদের হয়ে কিছু কথা আমার বলতে হয়
এই সব কথা লিখতে পারি, বলতেও নির্ভয়
পড়ে কিংবা শুনে তোমরা ভুল কর সংশয় ।
                                                     (২১/১২/২০০৮)