আমার কাছে তুমি মানে
গভীর রাতে বন্ধ দ্বারে, কড়া নাড়া কেউ,
আমার কাছে তুমি মানে
সাগর পাড়ে একলা আমি, তুমি জলের ঢেউ।
আমার কাছে তুমি মানে
সন্ধ্যাক্ষণে নীড়ে ফেরা, সাদা বকের দল,
আমার কাছে তুমি মানে
কষ্ট বুকে চেপে রেখে, আঁচল ঢাকা জল।
আমার কাছে তুমি মানে
চাঁদের পাশে জ্বলে থাকা, অজস্র তারা,
আমার কাছে তুমি মানে
ব্যথার উপর ব্যথা দিয়ে, নিজেই কেঁদে হও সারা।
আমার কাছে তুমি মানে
সকাল সাঁজে কুসুমবাগে, সোনা রোদের হাঁসি,
আমার কাছে তুমি মানে
বিনা দোষে বরণ করা, এক পথিকের ফাঁসি।