যে দিন জানতে পারলাম তুমি আমার নিয়েছ পিছু
সে দিন কেঁটে দিলাম তোমার দু'পায়ের নিছু
যখন জেনেছি, আমার পানে বাড়িয়েছ হাত
দিলাম কেঁটে তোমার দু'হাত।
আবার জানতে পারলাম তুমি নাকি
ঘুমে আর জাগরনে দু'চোখে আমাকে দেখ
অমনি দিলাম দু'চোখ অন্ধ করে
যেন আর নাহি দেখ কভু।


অতঃপর শুনলাম মুখে নাকি বলছ কেবল
আমাকেই বাসো ভালো,
দিয়েছি তাই ঠোঁট দুটো এক করে সেলাই।
সব শেষে জেনেছি আবার
আমি নাকি গেঁথে গেছি হৃদয়ে তোমার?
বুকটা ছিঁড়ে তাই খুঁজতে লাগি আমায়
কোথাও খুঁজে যে না পাই।
বলেছি তাই কোথাওতো আমি নাই?
দেখেছি কেবল হাহাকার, আর্তনাদ,
আর কষ্টের পাহাড়।


তখন তোমার হতে উত্তর আসে আমার তরে
আমার হৃদয়তো পড়ে আছে তোমারি কাছে,
একথা শোনার পরে পাষাণ হৃদয়টা যেন আমার
গলে গলে বয়ে যাচ্ছে তোমার স্রোত ধারায়।


অতপর এখন কেন জানি মনে হয়
একটু একটু ভালো
বাসতে শুরু করেছি তোমায়
ধীরে ধীরে তা কখন যে গভীর হয়ে যায়
দুজনার অজান্তে।


আজ তোমাকে ভালোবেসেই
দেবো ভালোবাসার প্রতিদান
আমাকে ভালোবাসার জন্য।


আমার এক পা কেটে দিলাম তোমায়
আমার সাথে হাঁটার জন্য
যেন হেঁটে হেঁটে যেতে পার দূর বহু দূর,
আমার এক হাত দেবো তোমায় কেঁটে
হাতে হাত রাখার জন্য,
অজানার পথ পাড়ি দেবো দুজনায়
হাতে রেখে হাত, অটুঁট বন্ধনে।


আমার এক চোখ দিলাম তোমায়
আমায় চোখে  চোখে রাখার জন্য,
চোখের চাহনিতে বলব কথা
তবেই আমার প্রতিদান হবে ধন্য।
মুক্ত করে দিলাম মুখটি তোমার
শুধু ভালোবাসি বলার জন্য।


আমার অর্ধেক হৃদয় দিলাম তোমায়
শুধু আমাকেই ভালোবাসার জন্য।