তোমার কাঁননে আজ ফুটিয়াছে পুষ্প
তাই-ভ্রমরের বড্ডবেসি পায়চারী,
মুহুর্মুহু গন্ধে-গানের তাল ও ছন্দে
ভরিয়াছে তোমার পুরো উঠান বাড়ি।
রঙিন চশমায় ভালো আর মন্দ...
একাকার করিয়াছ কামনার তরে,
পূবের সূর্য যখন হেলিবে পশ্চিমে
সন্ধা ডাকিবে ঠিক তোমার ঘরে।
সুন্দরবন আজ দস্যুদের দখলে
তোর সুন্দর মনটাও সেম টু সেম,
মালির অগোচরে কলিতুলে বিলিয়ে
নাম দিয়েছ তাকে স্বর্গের প্রেম।
মালির শতকষ্টে কাঁননে ফোটে ফুল
তাইতো ফুল ভ্রমরের যতো আলিঙ্গন,
ভ্রমর পায় যদিও ফুলের ছোঁয়া
মালি কি পায় বলো কাহারো মন?
তাহলে কি মালির ষোলআনাই বৃথা?
ভেবেছ যদি তবে করিয়াছ ভুল,
কাহারো ভাবনায় যায়না আসে কিছু
বাগান সাজাতে মালিই মূল।
মনের গহীনবন ঝোপঝাড় ভূতুড়ে
অথৈ সাগরটাও আজ বালুচরা,
জীবন প্রদ্বীপ আজ নিভু নিভু যদিও
শেষ হইলোনা তবু তোর ভাঙাগড়া।।