এক যে ছিল মজার দেশ
সব রকমে ভালো
রাত্রিতে বেজায় রোদ
দিনে চাঁদের আলো।


এমন আজব ঘটনা এখন
আমার দেশেও ঘটে,
শুনে হয়তো দল কানারা
যেতে পারে চটে।


আইজিপি দেয় ঘুষের টাকা
দুদক নিচ্ছে ঘুষ,
এই ঘটনা দেইখা মানুষ
জ্ঞান হারিয়ে বেহুঁশ।


ওসি বেটায় পালিয়ে বেড়ায়
পুলিশ খোঁজে তারে,
সরিষা কেমনে ভূত ছাড়াইব?
ভূত সরিষার ঘাঁড়ে।


বারো টাকা ধাঁনের কেজি
কৃষক মরে মাঠে,
এই সময়ও ইন্ডিয়ান চাল
বাংলাদেশের হাটে।


নির্দোষী কতো জাহালমে
টানছে জেলের ঘানি,
ওয়াসা এখন উন্নত ভাই
দেয় শরবতের পানি।


রডের উপর চাপ কমেছে
ব্যবহার দেশি শিল্প বাঁশ,
এমন আজব সব ঘটনা
ঘটছে বারো মাস।


রাত বারোটায় চাঁদ দেখা দেয়
সোনার বাংলাদেশে,
তাইতো মোদের ঈদ এলো ভাই
তারাবী নামাজ শেষে।


পাসপোর্ট ছাড়া বিমান চালায়
কোন সে দেশে ভাই?
বাংলা ছাড়া পৃথীবিতে
আমার জানা নাই।


দিনের ভোট রাতের বেলায়
দেয় জ্বীনেরা এসে,
শুনে হয়তো মরতে পারেন
আপনি হেঁসে হেঁসে।


ট্রাফিক মামা ঘুষে ব্যাস্ত
আইনের পোশাক পড়ে,
উল্টো দিকে চার চাকা যায়
মামা রিকশার পিছে দৌড়ে।


বলতে গেলে অনেক আছে
আজব দেশও ফেল,
হয়তো আবার হয়ে যাবে
আমার নিজের জেল।