বাংলাদেশের স্বাধীনতা
ইতিহাসের মানবতা,
একাত্তরের বাণী গুলো
ইতিহাসে সোনার ধুলো।
একাত্তরে শহীদ যারা
ঘুমিয়ে এখন আছে তারা,
দেশ বাঁচাতে গেল চলে
বাংলা মায়ের সোনার ছেলে।
ইতিহাসের প্রতি পাতায়
লিখা আছে স্মৃতির খাতায়,
তোমার আমার ভাইয়ের মতো
ঘুমিয়ে আছে শত শত।
দোয়াকরি তাদের জন্য
যাদের ত্যাগে বাংলা অক্ষুণ্ণ,
তারাই তো গৌরব আমার
স্বাধীন হয়ে বেঁচে থাকার।
লাল সবুজের পতাকা হাতে
বলি মোরা দিনে রাতে,
আল্লাহ্ ছাড়া করিনা কাহারো ভয়
জয় বাংলা বাংলার জয়।