গ্রামের নামটি চন্দনপুর
শুন তোমরা ভাই
সেই গ্রামের মতোন গ্রাম
আর তো কোথাও নাই।


গ্রামটি যেমন ধনুক বাঁকা
নদীও তেমন বাঁকা
তোমার কাছে মনে হবে
রংতুলিতে আঁকা।


সেইখানেতে বার মাসে
তেরো ফসল ফলে
বরষা এলে নদী নালা
পুকুর ভরে জলে।


সেই গ্রামে আমার বাড়ি
তোমায় দিলাম বলে
দেখতে হলে জলদি করে
তুমিও যেও চলে।।