ভাল আর মন্দ বুজেনা যুবক আজ,
লেগেছে বিবেকের ঠান্ডা।
বুঝতে বুঝতে সবই বুঝতে,


পড়লে পিঠে কয় ডান্ডা।
নেশা করে সে অনেক নেশা,
করে সে নেশার জয় গান।
মনচায় ভুঝাতে পারতাম যদি,


ধরিয়া নেশাখোরের দুই কান।
নেশা করবে নাকি আরো নেশা,
ফেইসবুকে তুলেছে ঝড়।
কতইনা কাছের বন্দু গুলিকে,


করিয়ে দিচ্ছে পর।
কিছু বললেই ব্লক মেরে দেবে,
দেয় সে মাঝে মাঝে জাড়ি।
তাই বলে কি ভয়পেয়ে মোরা,


ছেড়ে জাব নাকি ঘর বাড়ী।
জানি সে বুজবে একদিন বুজবে,
নিজের করেছে কতটা ক্ষতি।
কি আর হইবে বুজলে সেদিন,


লাভ বলো হবেকি এক রতি।
কেনরে যুবক কিসের জন্য,
নেশায় পাঞ্জা লড়িস।
বুজমান হয়ে কেনরে যুবক,


এতটা পাগলামি করিস।
মুসলিম,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,
সবাই বলে নেশা পাপ।
কেবা কাহারা দিল তোকে যুক্তি,
বল নারে ময়নার বাপ।।