আত্মারা ক্লান্ত, ওরা পুনর্জন্ম চায়না,
দেশভাগের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা
একাত্তরের দিনগুলো - কখনো বাঁচার আকুতি,
কখনো ভাষার !
গভীর আকাশের অগভীর দুঃখ,
মাটিতে দু ফোঁটা বৃষ্টি পড়লেই দুঃখ উবে যায়।
তারপর আসে ধোঁয়ায় ভরা মেঘ
আর পাখির ঠোঁটে বেনামী চিঠি,
মগজ তখন রোজকার শীতঘুমে ,
আমার ক্লান্ত আত্মা তবুও জেগে আছে জোর করে!