একটা আগ্নেয়গিরি মৃত হতে পারে,
কিন্তু প্রেমিকার চেপে রাখা রাগ আর কলমের আর্তনাদ নয়।
মরচে পড়া গোলাপের পাপড়ি বাতাসে বিষের হিম ছড়ায় ,
অজানা স্রোতে ভেসে আসা কবিতারা
পকেটে খুচরো পাথরের মতো আওয়াজ করে ওরা ;
ওরাই ঠিক করে বিমূর্ষ বিকেলে কালবৈশাখর নির্ঘণ্ট
ছুঁয়ে ফেলে মুক্ত বিহঙ্গের সীমাহীন সুখের সীমান্ত ।
আমার হাতের রেখায় আঁকা যুদ্ধের নকশা আর
তোমার চোখের পাতা ঢাকলে যুদ্ধের যবনিকা পড়ে ,
এতো বড়ো আকাশে যার আশ্রয় মেলেনি ,
তাদের নাম যে বই-এর উপসংহারে লেখা হয়েছে
তার শিরোনাম ' মৃত '  হতে পারে  তবুও
প্রেমিকার চেপে রাখা রাগ আর শ্রমিকের আর্তনাদ নয়।