আমার হারিয়ে যাওয়ার মতো যা কিছু আছে
একটা ধূসর বিকেল, একটা মৃত প্রাণ আরেকটা রাত্রি ,
রোজ ঘুম ভাঙ্গে নৃশংস স্বপ্নের আদরে
আলোর চাদরে ঢাকা শরীর , ভেতরটা পোড়ে অন্ধকারে,
চেনা মুখেরা চিনতে পারেনি আমায়
চেনা সুরেরা তাল মেলাতে পারেনি ,
যার হাতের রেখা দেখে নকশা এঁকেছি
হেঁটেছি সেই নকশা বেয়ে, পথ হারিয়েছি নগ্ন নির্জনে ,
তারপর যখন ফিরেছি চেনা শহরে
ছাই মাখা রাস্তায় ব্যস্ত যানজট, আর
ভেঙ্গে পড়া সেতুর আধ খান নদীর বুকে ডুবে ।
রোজ একটা ভাড়া করা চাঁদ আকাশে টাঙ্গিয়ে
রাত্রি ঘোষণা করা হয় , আমিও জানালার পর্দা টেনে
বালিশের নীচে একটা আফিম রেখে ঘুমিয়ে পড়ি !