কবেকার স্মৃতিলেখা পাতারা গিয়েছে মুছে ,
কণিকা হয়ে ঝরে পড়েছে মাটিতে,
মাটিও নেয়নি শুষে । মানপত্রে শুধু ধিক্কার,
অবমাননা আর নুয়ে যাওয়া ফুলের স্তবক ।
আরও কয়েকটা  মশালে আগুন জ্বলতেই
পারতো, দীপ জ্বালা ঘরের চৌকাঠ আর
আঙ্গিনায় রোশনাই এর আলো ।
ওরা ভালো বসেনি , ওদের তর্জনীতে ছিলো
শুধুই রেষ ।  কলমের আঁচড়ে বার বার
পাল্টেছে  নিয়ম , পাল্টেছে অঙ্গীকার ।
কবেকার কে পা রেখেছিলো মাটির ঘরে,
খড়িমাটির আলপনা  মেঝেতে এঁকে
বিদায় নিয়েছে রাত্রি মাখা ভোরে !