শহরের ফুটপাথে যারা স্বপ্ন বিক্রি করে
তারাই আবার যুদ্ধের লিফলেট করছে বিলি ,
লাল কালো রঙে সফেদ দেওয়াল লিখন,
প্রতিটি শব্দে জব্দ স্বৈরাচারী সিংহাসন।
এই বসন্তে কেটে যাবে প্রেমিকার পিছুটান ,
শুধু কলরব, স্লোগান আর বিপ্লবের জয়গান ।
ফুটপাথে যারা দুমুঠো স্বপ্ন বিক্রি করে
তারাই আবার মরছে যন্ত্রণায় মাথা কুটে ।
এই বসন্তে প্রেমিকার চোখ রাঙানি
বারুদ মাখা ভাত, আর শ্রমিকের গোঙানি ,
গোলাপের কাটার মতো কার্তুজ বিঁধেছে মগজে,
তাজা রক্ত বইছে সারা শহরের রাজপথে ,
সেই লালে লেখা হবে বিপ্লবের মন্ত্র কোনো দেওয়ালে
আরেকটা বিপ্লব শুরু হয় একটা মানুষ মারলে !