আমার আকাশের ক্লান্ত তারারা
কালো মেঘের পর্দা ঢেকেছে ওরা,
আর জ্যোৎস্নায় বেআব্রু হিমকর
ভাসছে আলোয় সেজে চাঁদ সদাগর ,
তোমার চুলের খোঁপায় দুটি পাতা-
একটা ফুল, আলপিনের মতো গাঁথা ,
আমার তো ভাববার বয়স হয়েছে
তবুও ছবির মতো তোমায় সাথে
কেনো নদীর বুকে যাচ্ছি বয়ে ,
তোমার আকাশে  আমার বুড়ো রুহু
ভাসছে সেজে অজানা উড়ন্ত বস্তু ,
আর আমার আকাশের ক্লান্ত তারারা
তোমার চোখের পাতা হয়ে ঘুমিয়ে ওরা !