সমুদ্রের শেষ ঢেউটা আছড়ে পড়ার আগেই
ভাঁটার টানে অভ্যাস গুলো নিয়েছে বিদায়!
এখন শুধু অভিনয় করি ঝড়ের সময়
চোখের  ভেতর বালির কণা খোঁজার !
ছায়াপথ বেয়ে হাঁটতে হাঁটতে  আনমনে,
থমকে দাঁড়ায় কালপুরুষের তীরের সম্মুখে।
ধ্বংসের নাকে নাক ঠেকিয়ে মজে উঠি
রোজ চোয়াল ভাঙ্গা যন্ত্রনার শীৎকারে ,
রক্ত মাখা নুপুর পরে নেচেছে যে নারী
তার অলঙ্কারের থেকেও দুঃখ টা  ভারী ,
শেষ ঢেউয়ে ক্ষয়ে গেছে প্রেমিকার বারণ
তবুও , বালুচরে গাঁথা আছে কবিতা লেখার কারণ !