হঠাৎ গভীর রাতে ধূমকেতুর মতো খসে যায় ঘুম,
কালপুরুষের রাত পাহারা আর জোছনা পোহানো,
ঈগলের ঠোঁটে চাপা যে পাখীর রক্ত নীলচে হয়েছে
কি নিঠুর মৃত্যু যন্ত্রণায়  পৃথিবী গোল সেও দেখেছে,
শুধু আমার হিম হয়ে যাওয়া চোখের পাতায় রাখা
একটুকরো ভোর আর এক সমুদ্র মেঘের শামিয়ানা,
ভোরের আকাশে শেষ তারার ক্লান্তি গুলে খেয়েছি
কমলা রঙের আকাশে  একপায়ে নূপুর বেজে ওঠে,
জিয়ন কাঠি রেখে যায় কেউ আমার মাথার পাশে ।