সুর খুঁজে দে হারাধন,
আমার লুকোচুরি খেলার ফাঁকে
হারিয়ে গেছে আপনজন,
আমার রেডিওর সব স্টেশনেই
নিখোঁজ বন্ধুর বিজ্ঞাপন !
আমার গীটারের ছেড়া তারে
আটকে গেছে রুপম অঞ্জন ,
তুই সুর খুঁজে দে হারাধন  ।


আমার শৈশব পার হয়নি -হারিয়ে গেছে,
নকল যৌবনে গলা ভিজিয়ে ,
চুরি করেছে আভরণ।
পাতে কোনোদিন ক্ষীর পড়েনি,
পান্তাভাতের আমানিতে
টনিক পেয়েছে ক্লান্ত জীবন !
আমার জুতোয় কাঁকর ঢুকেছে
পায়ের ব্যথা মাথায় চড়ে,
তুই সুর খুঁজে দে হারাধন ।


তুই সুর খুঁজে দে হারাধন,
আজও আমার চায়ের কাপে
চিনির সাথে প্রহসন,
আজও আমার বন্ধুরা সব
গলায় গলায় তর্ক ভীষণ,
আমার ঘুমে জ্বর এসেছে
স্বপ্ন দেখায় জারি বারণ ,
হাতের মুঠোয় ফুল রেখে তুই
সুর খুঁজে দে হারাধন ।