যে মাটিতে মাথা ঠেকিয়ে ঈদের নামাজ পড়েছি,
যে মাটিতে দাফন করেছি হারিয়ে যাওয়া প্রিয়জনদের,
সে মাটি গেছে সরে পায়ের তলা থেকে ,
আঁতুড়ঘরের দরজায় তালা ঝোলানো-চাবি গেছে হারিয়ে,
নরম ঘাসে পা রাখলে কারা যেনো পথ অবরোধ করে
আঙিনায় গণ্ডি টানে, খেলনা বন্দুক দিয়ে ভয় দেখায়
মুখ-মুখোশের খেলায় অদম্য ইচ্ছেরা হয়েছে নিরুপায়,
রক্তের সম্পর্কে লেগেছে আঁচড়ের দাগ
যোগ ছেড়ে অঙ্ক মজে নিয়ে বিয়োগ আর ভাগ ,
যৌবেনের আয়নার দেখছি আমি হারানো শৈশব
রেলিংয়ের ফাঁকে উড়ে গেছে ফড়িং ধরার কলরব ,
শেষ যেদিন হাঁটবো হারানো গ্রামের কাঁচা রাস্তায়
ছবির মতো এঁকে আসবো দুটো কবিতা
আমার আঁতুড়ঘরের  আঙিনায় ।