যে কারণে কলম ধরেছি,
যে কারণে হাঁটতে শিখেছি - ভুলে গেছি সে কারন !
আকাশ হতে চেয়েছিলাম ,
চাঁদ সূর্য রামধনু মেঘ কেউ থাকতে চায়নি
উড়োজাহাজ পাখি ঘুড়ি উড়তে চায়নি ।
একটা আস্ত শহরকে ঘুম পাড়িয়েছি ,
জাগিয়েছি ভোরবেলা - নিভতে দিইনি কখনো !
রোদ কুয়াশা বৃষ্টি ঝড়ে
কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে আছি ,
কার বইয়ের উৎসর্গের পাতায়
আমার নাম লেখা আছে - খুঁজতে যাইনি কখনও।
কতোবার ডানা ঝাপটেছি , পালক খসে গেছে
সেই পালক কারুর ঘরের শোভা বাড়িয়েছে।
কোন কথায় রাগ করেছি,
কোন কারণে সুর বেধেছি ,
হারিয়ে গিয়েছি , ভুলে গেছি সে কারণ ।