আমার হিম হয়ে যাওয়া ভালোবাসা
সাঁঝবাতি হয়ে জ্বলে ওঠে  আঙিনায়,
তোমাকে লেখা চিঠি গুলো ধুলো মাখে
পোস্ট মাস্টারের  ড্রয়ারের কোনায়,
সাদা শাড়িতে ঢাকা মোমের পুতুল
চাঁদের আলোয় আগুন পোহায় ,
আমার হিম হয়ে যাওয়া ভালোবাসা
মধ্যরাতে সূর্য হয়ে ডুবে নীল সীমানায়,
তোমার উঠানে নকশা এঁকেছি
গেঁথেছি মালা স্বর্ণ চালের আলপনায়,
তোমায় সাদা শাড়ীতে  ফুটিয়েছি বসন্ত
আর আলোর স্বপ্নদের রঙিন রোশনাই ,
আমার হিম হয়ে যাওয়া ভালোবাসা
এই বসন্তে কড়া নাড়ে আমার দরজায় !