বনলতা সেনের প্রবল জ্বর,
ফুঁ দিয়ে কে নিভিয়েছে জ্যোৎস্না  
তাই মোমের পুতুল হয়ে
বনলতা আর রোদ মাখেনা ।
মহীনের আস্তাবলে শুধুই
নীরবতা - একে একে খসে গেছে
সাতটি তারা, ঘন তিমির প্রবল ।
শূন্য নৌকা ধানসিঁড়ি বেয়ে ভাসে
কবি নেই , ধূসর পান্ডুলিপি
শুধু উড়ছে বাতাসে
যে ট্রামের ধাক্কায় কবির মৃত্যু
রাজপথের ভিড়ে সরীসৃপের
মতো সে হেঁটে বেড়ায়,
প্রায়শ্চিত্তের অপেক্ষায়।