বিলাসিতা চুলোয় যাক, আগুন হয়ে পুড়ুক  সুতো কাটা ঘুড়ি ,
আমার স্বপ্নে  ঘুম পাড়িয়ে সুখটা করবে চুরি ?
হে অসুখ, হে মহামারী, হে  অন্ধকারের মড়ক,
আমার চামড়ায় কালশিটে দাগে  কিসের ছবি আঁকিস ?
আলোর চাদরে কেনো আমার কবর ঢাকিস ?
ভেতরের অন্ধকার থেকে শব্দ আসেনা ?
সুখে কামড় দিয়ে শান্তির ভাগ মিলেছে কবে?
যাকিছু পুরানো সব কি মিছে ?
আজ আগুন জ্বলুক , জ্বলুক নদী, জ্বলুক সাগর,
আজ ভুসাকালি মাখা বিকেলে , কাঁকর মেশান ভাতে পেট ভরুক !