কাব্যহীন একটা উপন্যাস পড়ার পর
আমার বেজার মন , জানালা দিয়ে যে মেঘ
ঘরে ঢুকেছে তাতে মাথা রেখে ঘুমোতে চায়।
তোমার নামের শীৎকারে গলা শুকিয়ে যায়,
গেলাসের জলে গলা ভেজেনা, একটা নদী লেগে যায়।
কী অনিশ্চয়তার মাঝে দিন কাটিয়ে
রাত্রি বেলা ফের নতুন করে স্বপ্ন দেখার ভিড়,
ভিড় কাটিয়ে স্বপ্ন ছুঁতে গেলেই ঘুম ভেঙে যায় !
স্বপ্নহীন একটা রাত ঘুমানোর পর আমার বেজার মন
কাব্যের দায়ে নীল আকাশে মেঘ আঁকতে চায় !