কোনো এক শহরের কাকতাড়ুয়া
রাতের কোলে ভোর রেখে
ঘুমিয়ে পড়ে কুয়াশার চাদর টেনে ,
রাতের যে বাতিটা সবার শেষে নিভেছে
তার ক্লান্তি মিশে গেছে ভোরের সাইরেনে,
উষে ভেজা চশমায় লেন্সবন্দী ঝাপসা
হাসিমুখ ফের ডুবে যায় আকাশের গভীরে,
ভোর হলে ডাকনামে ডেকে যায় কানে কানে!