কার বাড়ির দেওয়ালে কে লিখে গেছে
বিপ্লবের শ্লোগান,
কোন রাস্তা ভিজেছে একাকি
ল্যাম্পপোস্টের আলোর সাথে ,
কোন সেতুর রেলিংয়ে
কে দিয়েছে হেলান,
কেউ রাখেনি তার খোঁজ।
একমুঠো এই শহরে
কে হারিয়েছে মানিব্যাগ , কে হারিয়েছে প্রিয়জন
কার দেওয়া রক্তে বেঁচেছে কার প্রাণ
কে মানাচ্ছে কার প্রেমিকার অভিমান,
কার থালায় ভাত পড়েনি
কার সুরে তাল মেলেনি
কে রেখেছে তার খোঁজ !
স্টেশনের ভিড়ে এক চেনামুখ
মিলিয়ে গেছে কয়েক পলকে
ফের দেখি তার নাম নিরুদ্দেশের খবরে ,
শান্তির খোঁজে বেরিয়ে কতোবার হয়েছি নিখোঁজ
নিজেকে খুঁজতে গিয়ে হারিয়েছে সবাইকে ,
কোন কবিতা লিখতে গিয়ে হাত কেঁপেছে
কবে ভীষণ জ্বরে শরীর পুড়েছে,
শেষ কবে হয়েছে দেখা
শেষ কবে বলেছি কথা
কেউ রাখেনি তার খোঁজ !