এই মৃত্যু মিছিলে হাঁটতে হাঁটতে ক্লান্ত এক পথিক,
একপা দুপা সাইডে গিয়ে কোনো এক ফুটপাথে
বাসি পাউরুটি আর ঝোলা গুড়ে পেট ভরিয়ে ,
আবার হাঁটা দিলো  মিছিলের দিকে ।


প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে  লেখা বাঁচার মন্ত্র,
কাধে ভারী অক্সিজেন সিলিন্ডার ,
নেতারা দূরবীন দিয়ে দেখছে বহুতল অট্টালিকার ছাদ থেকে,
মুখ দেখে চেনার উপায় নেই ,
সবাই সাদা প্লাস্টিক এ মোড়া ।


শহরের আকাশে কারা যেনো মরফিন ছড়িয়ে দিয়েছে,
তাই প্রিয়জন হারানোর যন্ত্রণা আর বিঁধছে না,
দৃষ্টি ঝাপসা হয়ে আসছে ক্রমশঃ
নাকি বাইরে বড্ডো ধোঁয়াশা ।
হৃদস্পন্দন বেড়ে চলেছে দ্রুত গতিতে
দেহটা অসাড় হয়ে আসছে ,
ইজিচেয়ারে শরীরটা পড়ে থাকে বহুদিন ধরে ,
জানলা দিয়ে ডাকছি ওদের একটু অক্সিজেনের জন্য,
গলা দিয়ে কথা ফুটছে না ,
বার বার  ইজিচেয়ারের দিকে  তাকিয়ে দেখি,
ইস্, একটু অক্সিজেন পেলে হয়তো
কবিতা টা অসমাপ্ত থাকতো না !