পাথরের বেদীতে বসে আছে মুকুটহীন এক রাজা ,
সাদা থানে লুকানো শরীরে যুদ্ধের ক্ষত  চিহ্ন ,
রক্ত মাখা তরবারি দিয়ে হত্যা করেছে কতো প্রাণ,
লোকটা হত্যাকারী , হয়তো পাপী তবুও সে রাজা ,
হারানো সাম্রাজ্য চোখের মণিতে ,পা ছুঁয়েছে নদীর বুকে ,
ধুয়ে গেছে সব দর্প আর মায়া স্রোতের সাথে,
হারানোর কিছু নেই, সব হারিয়েই মুক্তি পাওয়া।
অবশ্য পুরোটা একটা চিত্রনাট্য হলেও পারতো ,
যবনিকা পতনের পরেই  আবার জেগে উঠতো
রক্তাক্ত মানুষ আর মানুষের বিবেক , যুদ্ধ শেষেও
জারি থাকতো লড়াইটা- বেচেঁ থাকার জন্য ।
হাজার হোক কলমের আঁচড়ে কী হত্যা হয় ?
হত্যাকারী হলেও পাপী নয় সে কবি !