শেষ কবে ঠোঁটের কোলাজে
বেড়েছে ধমনীর রক্তচাপ,
শেষ কবে কারুর চুলের সুবাসে
চাপা পড়েছে  পোড়া শহরের অভিশাপ,
-মনে নেই।
আজ  কাজলে ঢাকা পড়েছে
চোখের কালো,
তোমার অসুখ হলে
কলমের মুখে রক্ত জমাট বাঁধে
আর ফিকে হয়ে আসে উঠানের আলো,
ডাকপিওনের  ঝুলিতে শব্দের ভিড়,
সে শব্দ পড়লে শুধুই নিরবতা,
শেষ কবে যুদ্ধ শেষে ঘরে ফেরার গান,
শেষ কবে এঁটো খাবারে তোমার অভিমান,
- মনে নেই !