আজ অবেলায় সূর্য ডুবেছে
হারানো ছাতার নিচে দাবদাহ,
আমার প্রিয় সেতার কাঁধে মাথা রেখে ,
আমি শিরায় হাত ছুলে  তার কান্না আসে ,
পোড়া রুটির গন্ধ আর  পিত্তরসের ক্ষরণ
বোবা সৈনিকের  কলম আজ কবিতা লেখে।
মগজে শ্যাওলার আস্তরণ আর তোমাকে
ছুতে না পাওয়ার কান্না বৃষ্টি হয়ে ঝরে পড়ে ,
কেনো গাছের পাতা ঝরে পড়ে চুপি চুপি
আর ঝড়ের বেলা ভীষণ আওয়াজ ,
টেলিস্কোপে চোখ মেলে দেখেছি
হলদে পাতাদের অসহায় ডানা ঝাপটানি ,
আজ অবেলায় সূর্য ডুবেছে তবুও
মহুয়ার নেশা বাতাসে আর লাল বিপ্লব পলাশে ।