শেষ সঙ্গমের পর , বাসি হয়ে যাওয়া রাত্রি
আর টাটকা ভোরের মিলন ।
ফিকে হওয়া অভিমানে লাগলো ঝগড়া-
কার শরীরে অন্য কারুর আঁচড়ের দাগ,
কার জামায় অচেনা আতরের সুবাস ,
শিৎকারে সাথে কার গলায় এসেছে নতুনের ডাকনাম!
লিবিডোর স্রোতে ভেসে যায় প্রেম,
প্রেম থামে একদিন । বিছানা একই থাকে,
শরীর পাল্টায় দপ্তর খালি ! ধীরে ধীরে
ত্বকে মরচে পড়ে, চোখে প্রেম ধরা পড়েনা,
চামড়ায় ভাঁজ পড়ে, ভাঁজের আড়ালে হাসে
নরম ঠোঁটের  মিথ্যা গুলো !
আর কতো দৌড়াবে সখী ,এবার একটু নাও বিশ্রাম !
বিষাক্ত ওই শরীরে মাখছো হাজারো বদনাম !