পাহাড়ের গায়ে দাড়িয়ে  মেঘেদের সাথে
প্রিয় কবিতার শেষ দু লাইন । কাব্যের দায়ে
কবিতা লিখিনি , না লিখলে জ্বর আসে , নদী
শুকিয়ে যায় । তোমার পায়ের ঘুঙুরের আওয়াজ
মাথায় রক্ত চলাচল বন্ধ করেছে, মৃত্যুর কবিতা লিখে
তার নাম দিয়েছি ভালোবাসা । কেউ  কবি বলে
ডাক দিলে ভয় করে - পাপী মনে হয় ।
জঙ্ঘার উত্থান , জলপরীর গল্প সব ফিকে হয়ে যায়
যদি কবিতার শেষ দু-লাইন পছন্দের না হয় ।
একহাতে স্যালাইনের নল , একহাতে কলম
শেষ লাইন গুলো ভাবতে ভাবতে মারা গেছে যে কবি ,
তার সমাধির পাশে জন্মেছে অসমাপ্ত কবিতার বীথি ।