আমি গুনেছি সাগরের সন্ধ্যায়
মৃত ঝিনুকের  গায়ে লেখা নাম
আর পায়ে পায়ে হেঁটেছি বালির বিছানায়,
আমি দেখেছি তোমার নিরবতায়
ফোয়ারার হাসিমুখ আর অভিমানের আঁচড়,
হাতে হাত রাখার মঞ্চ কাগজ ফুলের রাস্তায়
তখনও কাজলে ঢাকা মনখারাপের এপিটাফ,
আমার তৃতীয় বিশ্বে ঢেউ মুছে দেয় পায়ের ছাপ ।