ভোরের একটি সুন্দর স্বপ্ন সূর্য ওঠার তাপে গলে যায় ,
তারপর ঘুম ভাঙ্গে !
ফুলের পাপড়ির মতো ফুটে ওঠে শহরটা,
আবার শুকিয়ে যায়  সহজপাঠের পাতার ভেতর ,
বোবা নাগরিক লাভ ক্ষতির অঙ্ক  কষে হালখাতায়
আর নাবিকের কম্পাসের কাঁটা পথ বুনেছে নীল সাগরে ।
পাখিরা বাসায় ফেরার সময় আকাশে পর্দা টাঙিয়ে দেয় ,
তারপর সন্ধ্যা নামে, সাঁঝবাতি জ্বলে  !
ভোকাট্টা ঘুড়ির মতো ফিরতে পারেনি যারা
তাদের নাম কেউ লেখেনি উৎসর্গের পাতায় ,
মাথার পাশে শয়ন কাঠি রেখে ঘুমিয়ে পড়ে বোবা নাগরিক
কলম দিয়ে স্বপ্ন আঁকে মগজের আঁচলে,
ভোরবেলা সেই স্বপ্ন সূর্য ওঠার তাপে গলে যায়,
তারপর ঘুম ভাঙ্গে !