এই রুগ্ন পৃথিবীতে আরেকটা  সূর্যোদয় ,
এই মরা গাঙে মানুষ পোড়ার  বিকট গন্ধ,
ভোর রাতে জল খেতে উঠে শুনি মাথা ফাটার শব্দ,
জানিনা শেষ কবিতা টা লিখে শেষ করতে পারবো কিনা,
জানিনা স্ত্রীর কোলে বাচ্চাটা দমবন্ধ হয়ে মরে যাবে কিনা,
লঙ্গরখানার লাইনে জাত দেখে ভাত পড়ে পাতে,
নেতা আসে হাত নাড়ে, বাবুরা আয়েশ করে কোলকাতাতে,
মহামারী দেখা দেয় অতিমারি রূপে ,
সরকার চেটে পুটে খেয়ে যায় দুয়ারে দুয়ারে !


এই রুগ্ন পৃথিবীতে আরেকটা সূর্যোদয়,
এই ফাঁকা অক্সিজেন সিলিন্ডারের ঠং ঠং শব্দ,
শ্মশানে আগুন নেভেনা, একটা কবরে এতগুলো লাশ আটেনা।
দেখো বন্ধু- জানিনা শেষ কবিতা লিখতে পারবো কিনা  ,
যত বড়ো হয়ে যায় আমরা,
মৃত্যুর চেয়ে বড়ো হতে পারবো না।