যে শহরের নাম কোনো মানচিত্রে নেই ,
হারিয়ে গেলে ঘরে ফেরার দিব্যি নেই ,
যে শহরে বয়স বাড়লে চুল পাকে না,
কলম ধরতে হাত কাপে না, পাড়ি দেবো
সেই শহরে মরীচিকায় সাঁতার কেটে।


যে শহরে গান শোনালে মৃত মানুষ জেগে ওঠে
আবার ঘুমিয়ে পড়ে সূর্য ডোবার ঠিক পাশে,
মরচে ধরা ভালোবাসা ভেজে গোলাপ জলে
অথবা অন্যায় পড়েছে বিপ্লবের কবলে,
পাড়ি দেবো সেই শহরে সোনার পালকি বেয়ে ।