অনেক বছর পর একটা জোনাকি
আমার ছাদে আলো আঁধারী খেলায় মজে,
একটা ফড়িং সিস্ দিয়েছে আমার কবিতার শব্দের ফাঁকে ,
বন্ধু বলে ডাক ছেড়েছে , হাত ধরেছে ফাঁকা পথে ।
আমার তখন অনুর সাথে ভুল বকাবকি ভীষণ জ্বরে
ছোট্ট একটা ভুলের পাশে অভিমানের ভেলা ভাসে ,
তখন কারা আমার ছাদে ভোকাট্টা ঘুড়ির খোঁজে
আম আচারের শিশি ভেঙ্গে দৌড় দিয়েছে ভেংচি কেটে ,
চশমার কাঁচে বাষ্প জমে, দেখছি সব ঝাপসা চোখে
বিকেল বেলা চায়ের সাথে এট্টুখানি আদর মেখে
অণু আবার কেঁদে ফেলে ভীষণ রাগে জড়িয়ে ধরে ,
একটা তারাবাতি জ্বলবে বলে ভরদুপুরে রোদ মাখে
বারুদ পোড়ার মিঠে বাসে ঝিরঝিরিয়ে আলো ঝরে,
অনেক বছর পর রামধনু জানালা ধরে উকি মারে
আমার পাতায় থাকবে বলে বাংলা ভাষায় সুর বাঁধে !          
                                            (অসমাপ্ত)