আমি বার বার প্রেমে পড়েছি,
সময়ের নয়, অনুভূতির নয়- শব্দের ।
প্রতিটি শব্দে খুঁজেছি পূর্ণচ্ছেদ, আর
আড়াল করা একটা উপন্যাস ।
নগ্ন নির্জনে তীক্ষ্ণ আর্তনাদে ভাঙ্গা
কাঁচের গেলাস জোড়া লাগিয়েছে
যে শব্দ - রেনেসাঁর প্রতিধ্বনি হয়ে
ভেসেছে ফরাসী বিপ্লবের পাতায় ।
শহুরে দেওয়ালে আঁকা প্রতিবাদের
দৃঢ় অঙ্গীকার, লড়াইয়ের মন্ত্র ;
আমি বার বার প্রেমে পড়েছি
মিছিলের নয়, আবেগের নয় - শব্দের !


[' ভয়ংকর সুন্দর ' - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই শব্দটা পুরো 'চাঁদের পাহাড়' উপন্যাস কে বিশেষিত করে । শুধু শব্দ কথা বলুক ......]