সংগ্রাম, আর কতবার হারবি?
বুক পকেটের খুচরো পাথরের
আওয়াজে  খিদে মিটছে না আর !
কবিতার বই কেনার মুরোদ নেই
দেওয়ালে লেখা শ্লোগান শুধু চেয়ে দেখি !
সংগ্রাম, আর কত পথ হারাবি?


বছর পনেরো পুরনো গিটারটা আজও
ঝুলছে গলায় , আমার প্রেমিকাও
বারো বছর ধরে  বয়ে বেড়াচ্ছে আমায়,
আমরা কেউ পুরানোর মায়া কাটাতে পারিনি,
আমরা কেউ নতুনের প্রেমে পড়িনি !


কড়কড়ে নোটের ঘ্রাণে শহুরে বাবুদের
নেশা হয়, মদের বোতলে কেবলই বিলাসিতা,
উড়ানযান দিয়ে আকাশ ছোঁয় ওদের স্বপ্নেরা ।
আমার অসাড় স্বপ্নেরা ঘুম ভাঙ্গায় মাঝরাতে
বালিশ মুখে চেপে ধরে, ভয় দেখিয়ে প্রশ্ন করে-
সংগ্রাম, আর কত পথ হারাবি?