গুপ্তধনের মতো লুকানো সুখের ঘড়া ভেঙ্গে গেছিলো
সারা শহরে সুখ ছড়িয়ে পড়েছিলো,
একটা পায়রা কেবল দুঃখী ছিলো
চিঠিটা ঠিকানায় পৌঁছাতে পারেনি তাই ।
একটা কাকতাড়ুয়া দুঃখী ছিলো
পঙ্গপালের ভিড়ে নিজেকে হারিয়ে ।
চন্দ্রবিন্দু দুঃখী ছিলো কারণ মৃত নামের
স্বারক হয়ে  ভাসছিলো দেওয়ালে,
আর আমি সুখী ছিলাম না, সুখের ঘড়া ভেঙ্গেছি বলে !