কবিতা লিখে সুখী হতে পারেনি কেউ এ পৃথিবীতে,
অথবা নারীর ধারালো ঠোঁট স্পর্শ করে ।
শুধুই বাড়ে রক্তচাপ , নিশ্বাস পড়ে দ্রুত,
কোকুন কেটে প্রজাপতি বেরোতে পারেনা,
শুঁয়োপোকা হয়ে পাতায় পাতায় সুখী ছিলো ঢের ,
সুখ আসে হাওয়ার সাথে, আবার বাতাসে উড়ে যায়
শিমূল তুলোর মতো । মায়ের আঁচল, চোখের কাজল
সব মুছে যায় একদিন ! উপন্যাসের উষ্ণতা - প্রেম
রোমাঞ্চ- ছেড়ে মন মজে অভাগীর স্বর্গে ।
পাহাড়ী শীৎকারে ভেসে আসে কান্নার প্রতিধ্বনি
মানুষ বড্ডো বোকা -
এরা কষ্ট পেতে ভালোবাসে, আর সুখটাকে দেয় হাতছানি !