রোজ সকালে একই সূর্যের দিকে চেয়ে
দিনবদলের নামতা গুনি,
নতুন পথ খুঁজতে গিয়ে পুরানো পথেই ফিরে আসি,
আমার সারা গায়ে মাটির প্রলেপ - বৃষ্টি হলে ধুয়ে যায়
আর মগজের বাঁকা পথে নদীর মতো বয়ে যায়,
ওরা সবাই ঘেন্না করে, তবুও কেনো ভালোবাসে
কেনো সবাই প্রশ্ন করে  বদলে যাওয়ার কারণ দেখিয়ে,
তোদের মতো অভিমান, তোদের সাথে বিষপান,
আমার ক্যালেন্ডারে শেষ তারিখ - কিছুই পাইনি দিনের শেষে।
শুধু একটা তারা জ্বলেছে, তাও আবার আলো ধার করে ,
আমার একটা সূর্য থাকলে মেঘগুলোকে পুড়িয়ে দিতাম,
ঈশান কোণে আগুন লাগিয়ে 'সূর্যাস্ত' নামের কবিতা লিখতাম!