আকাশে মেঘের ঢেউয়ে ভাসছে এক মস্ত জাহাজ,
নোঙর দিয়ে ধরে রেখেছে আস্ত পৃথিবীটাকে,
পুব আকাশে সূর্য ডোবে - সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ,
সূর্য ডুবলেই কারা যেনো ভিড় জমায় তারা গুনবে বলে,
পেন্ডুলামের মতো দোলে চাঁদ , চাঁদের বুড়ি ভেংচি কাটে ,
মানচিত্রে রংপেন্সিল দিয়ে আঁকিবুকি কাটা, বেড়াজাল
কাঁটাতার কিছুই নেই- সারা বিশ্বটা একটাই দেশ -
একটাই শহর - একটাই সম্রাজ্য !
ধ্বংসের রক্ত ধ্বজা মাথা চাড়া দিয়ে ওঠে,
আকাশ ফুড়ে জাহাজের পেটে গুতো মারে,
মেঘদলেরা গান গায় জাহাজের ডেকে,
আর নোঙর ফেলে ধরে রেখেছে আস্ত পৃথিবীটাকে !